সকল মেনু

দুর্গাপুরে জেলা পর্যায়ে খাদ্য নিরাপত্তা বিষয়ক ওরিয়েন্টেশন

unnamed বিজন কৃষ্ণ রায়,দুর্গাপুর(নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র(ডিএসকে)খাদ্য নিরাপত্তায় সুশাসন  প্রকল্প এর আয়োজনে ইউরোপীয়ান ইউনিয়ন ও ড্যান চার্চ এইড্ এর অর্থায়নে নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা হতে আগত উপজেলা খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের এর প্রতিনিধিবৃন্দ,সাংবাদিক,এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গের উপস্থিতিতে ডিএসকে দুর্গাপুর মেটারনিটি ও ল্যবরেটরীর হলরুমে দিনব্যাপী জেলা পর্যায়ে খাদ্য নিরাপত্তা বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। ডিএসকের মাঠ সমন্বয়কারী সারোয়ার জাহান এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন,ডিসিএর আঞ্চলিক প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুর রহমান,প্রকল্প সমন্বয়কারী প্রদীপ কুমার রায়,জেলা খাদ্য নিরাপত্তা ফেডারেশন এর সভাপতি আঃ রাজ্জাক,ডিএসকের মনিটরিং কর্মকর্তা মতর্’জ আলী,ব্যাবস্থাপক আঃ রব পাটোয়ারী,সাংবাদিক ধ্রুব সরকার,কলমাকান্দা উপজেলা ফেডারেশন সভাপতি বিজয় রায়,মোহনগজ্ঞ উপজেলা ফেডারেশন সভাপতি শ্যামাপ্রসাদ,সিএম মোর্শেদ আলম ও শাহজাহান কবীর প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top