সকল মেনু

অপচিকিৎসকদের চিহ্নিত করুন – নাসিম

NASIM1436094035 সচিবালয় প্রতিবেদক : চটকদার বিজ্ঞাপন দিয়ে বিকল্প চিকিৎসার নামে প্রতারণার বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সনাতনী চিকিৎসার ওপর মানুষের বিশ্বাস অক্ষুণ্ন রাখতে অপচিকিৎসকদের চিহ্নিত করে আইনের আওতায় এনে পদক্ষেপ নেওয়া হবে।’

রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান।

বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এবং বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের চেয়ারমান, মন্ত্রণালয়, অধিদপ্তর ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং ইউনানী ও আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষরা এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হোমিওপ্যাথি, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা এই উপমহাদেশের মানুষের কাছে হাজার বছর ধরে বিশ্বস্ততা অর্জন করে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার এই বিকল্প পদ্ধতিগুলোর বিকাশে যথেষ্ট আন্তরিক। বর্তমান সরকার দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ২৯৮ জন হোমিও চিকিৎসক নিয়োগ দিয়েছে। নতুন নতুন হোমিওপ্যাথিক কলেজ নির্মাণ করেছে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘সম্প্রতি বিভিন্ন জেলা হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। দেশে বিকল্প চিকিৎসা পদ্ধতির সুষ্ঠু বিকাশের লক্ষ্যে এর যথাযথ পরিচর্যার সময় এসেছে। ভারতে এখন নতুন প্রযুক্তির সহায়তার বিকল্প চিকিৎসার উন্নয়ন ঘটানো হচ্ছে।’

প্রয়োজনে ভারতের সহায়তা নিয়ে সরকার বিকল্প চিকিৎসার উন্নয়নে আরো কাজ করে যাবে। ইতিমধ্যে এই অঞ্চলে বিকল্প চিকিৎসার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top