সকল মেনু

আল-কায়েদা নেতাকে হুজি নেতার চিঠি

1435946827

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৪ জুলাই : রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিভাবে হত্যা করতে হবে এবং ঈদের পর সারাদেশে কীভাবে সিরিজ বোমা হামলা চালানো হবে-সে ব্যাপারে হরকাতুল জিহাদের (হুজি) তাত্ত্বিক নেতা মাওলানা মুফতি মঈন উদ্দিন ওরফে আবুল জান্দাল কাশিমপুর কারাগারে অন্যান্য জঙ্গি সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। কারাগার থেকে জঙ্গি আল কায়েদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। আল কায়েদার সঙ্গে কিভাবে যোগাযোগ বাড়ানো যায় এ নিয়ে ঐ বৈঠকে আলোচনা হয়েছে। আল-কায়েদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করার ব্যাপারে ২১ আগস্ট গ্রেনেড হামলার অপারেশন কমান্ডার হুজি নেতা জান্দালের লেখা একটি চিঠি র‌্যাব উদ্ধার করেছে। চিঠিটি জান্দাল একটি মামলার শুনানিকালে আদালত প্রাঙ্গণে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার (একিউআইএস) বাংলাদেশি প্রধান সমন্বয়ক ও হুজি নেতা মওলানা মাইনুল ইসলামের কাছে হস্তান্তর করেন। র‌্যারের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, মাওলানা মাইনুল ইসলামের কাছ থেকে হুজির কারাবন্দি নেতা জান্দালের নিজ হাতে লেখা একটি চিঠি উদ্ধার করা হয়েছে যেটি কিনা জান্দাল আদালত প্রাঙ্গণে তার কাছে হস্তান্তর করে। ওই চিঠিতে দলের সদস্যদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা ও নির্দেশনা লিখেছেন জান্দাল। চিঠিটি কারাগারে বসে জান্দাল নিজ হাতে লিখেছেন বলে জানা গেছে। ঘনিষ্ঠ সহকর্মী ও একিউআইএস বাংলাদেশি প্রধান সমন্বয়ক মওলানা মাইনুল ইসলামকে উদ্দেশ করে লেখা ওই চিঠিতে জান্দাল বলেছেন, ‘আমি অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে, জেলখানা থেকে আমরা যত কথা মোবাইলের মাধ্যমে বলে থাকি, সব গোয়েন্দা সংস্থার লোকজন শুনে থাকে। এর অনেক প্রমাণও আমরা পেয়েছি। তাই আপনাদের, আমাদের সকলের মঙ্গলের জন্য কিছু বিষয় মেনে চলতে হবে। বিশেষ করে জিহাদি কোন বিষয়, সাথীদের বিষয় মোবাইলে আলাপ না করে প্রত্যেকের জন্য একটি করে ফেক নাম রাখতে হবে। যে নামে আমরা তাকে ডাকবো।’ ঐ চিঠিতে হুজি সদস্য আলতাফের ছদ্ম নাম আল মামুন, হাবিবের ছদ্ম নাম ত্ত্বহা, ফেদাউল ইসলামের ছদ্মনাম লেলিন, মুফতি জাফরের ছদ্ম নাম সালমান রাখেন জান্দাল। আবার ঐ চিঠিতে মওলানা মাইনুল ইসলামকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘আমরা (তিনিসহ আরো কয়েকজন) জেল থেকে বের হওয়ার ইচ্ছা করছি, আর এ কাজে আপনাকে ও হাবিবকে কাজে লাগাবো বলে ভাবছি। আপনারা রাজি থাকলে কি করতে হবে পরে চিঠি দিয়ে জানাবো। এই ব্যাপারটা আপনারা দুজন ছাড়া কেউ জেন না জানে। এমনকি লেলিন ভাইও নয়। তাকে যদি বলতে হয় তো আমি বলব। কারণ তাকে বলতে গেলে মোবাইলে বলতে হবে যা খুবই ক্ষতিকর। আপনারা রাজি কিনা তা জানতে আমি শুধু আপনাকে জিজ্ঞাস করবো। আপনারা নতুন বই কিনতে রাজি কিনা এ বিষয়ে হাবিবের সাথে কখনোই মোবাইলে কথা বলবেন না। সরাসরি দেখা করে বলবেন। তাতে যত দেরিই হোকনা কেন। লেলিনকে যা বলতে বলেছি তা আপনার মোবাইল থেকে বলবেন না, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার সাথে চিঠি দিয়ে শেয়ার করবেন। একটি কাগজের ব্যাগের নিচে আঠা দিয়ে চিঠি রাখবেন এবং ব্যাগে কিছু একটা দিয়ে কোন উকিল বা ড্রাইভারের কাছে দিবেন। যেমন আজ আমি দিয়েছি। আমাদের এই কোর্টে বিভিন্ন বিভাগের গোয়েন্দা থাকে। তাই ওই দিনের মত সরাসরি কথা না বলাই ভাল।’ একিউআইএস এর সমন্বয়ক ও হুজি নেতা মওলানা মাইনুল র‌্যাবকে জানান, এর আগে শুনানির জন্য আদালতে নেয়া হলে জান্দালের সঙ্গে দেখা করে চিঠিটি গ্রহণ করেন তিনি। এরপর ঐ চিঠিটি নিজে পড়ে নিজ দায়িত্বে অন্য সদস্যদের পড়ান। এরপর তাত্ত্বিক নেতার (জান্দাল) কথামত হুজির সকল সদস্যকে মোবাইল ফোনে দলীয় গোপন কথা একে অপরকে না জানাতে নির্দেশ দেয়া  হয়। সেই থেকে ভিন্ন কৌশলে দলীয় জিহাদি কাজ করছিলেন তারা। ১২ জঙ্গি তিন দিনের রিমান্ডে : জঙ্গি সংগঠন আল-কায়দা বাংলাদেশের প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টাসহ আটক ১২ জঙ্গির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত শুক্রবার তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার এসআই জালালউদ্দিন। শুনানি  শেষে  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম মোল্ল­া প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বুধবার রাজধানীর মিরপুর, সদরঘাট ও বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে একিউআইএসের বাংলাদেশের প্রধান সমন্বয়কারী মাওলানা মাইনুল ইসলাম ওরফে মাহিম ওরফে নানা ওরফে বদিউল, উপদেষ্টা মুফতি জাফর আমিন ওরফে সালমান, সক্রিয় সদস্য সাইদুল ইসলাম, মোশাররফ হোসেন, আবদুর রহমান বেপারী, আল আমিন ওরফে ইব্রাহিম, মোজাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, রবিউল ইসলাম, হাবিব উল্লাহ, শহিদুল ইসলাম ও আলতাফ হোসেনকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও জিহাদী পুস্তকসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দারুস সালাম থানায় হস্তান্তর করে র‌্যাব সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top