সকল মেনু

আশুগঞ্জে ট্রলারের ধাক্কায় ২ শিশু নিহত

tolor 02

নিজস্ব প্রতিবেদক-ব্রাহ্মণবাড়িয়া, হটনিউজ২৪বিডি২৪.কম ০২ জুলাই : জেলার আশুগঞ্জ উপজেলার সোনারমপুর গ্রামের খালে একটি বালুবাহী ট্রলারের ধাক্কায় ২ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতরা হলো, উপজেলার সোনারামপুরে মা-বাবা রাইস মিলের শ্রমিক আছম আলীর ছেলে নুরু আলম (১২) ও বেলী রাইসমিলের চাতাল শ্রমিক হাসেম উদ্দিনের মেয়ে তানিয়া বেগম (৬)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনারমপুর গ্রামের হাজী মো. ছফিউল্লাহ রাইস মিলের পাশের খালে আশপাশের চাতালকলগুলোর ৮/১০টি শিশু গোসল করতে নেমে সাঁতার কাটছিল। এ সময় বালুবাহী একটি ভোলগেট ট্রলার ওই শিশুদের উপর দিয়ে গেলে ইঞ্জিনের পাখায় লেগে ঘটনাস্থলেই নূরু আলম নিহত হয়। এ সময় শিশু জোনাকী ও তানিয়াসহ আরো ৪ জন আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া মারা যান। বাকি তিন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর আহম্মেদ জানান, এ ঘটনায় ট্রলারের মাঝি ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। ট্রালরটিও আটক করা হয়েছে।
হটনিউজ২৪বিডি২৪.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top