সকল মেনু

সেরে উঠছেন রাজ্জাক

52e0dd4fc8183-Razzak_28

বিনোদন ডেস্ক, হটনিউজ২৪বিডি২৪.কম ০২ জুলাই : শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নায়করাজ রাজ্জাকের লাইফ সার্পোট সরিয়ে নেয়া হয়েছে। এখন স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন কিংবদন্তি এই অভিনেতা। ২ জুলাই বৃহস্পতিবার, দুপুর ২ টার পরে ভেন্টিলেশন মাস্ক খুলে দেয়া হয়েছে। তিনি এখন আগের তুলনায় অনেক সুস্থ আছেন। এমনটাই জানিয়েছেন তার ছোট ছেলে সম্রাট।
এ প্রসঙ্গে সম্রাট বলেন, ‘বাবা এখন স্বাভাবিক আছেন। মাস্ক খুলে দেয়ার পরে বাবা সবার কথা জিজ্ঞেস করছেন। আরো কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে।’ এর আগে সকালে দুই বাংলার জনপ্রিয় এ অভিনেতাকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় মন্ত্রী তার শারীরিক অবস্থার খোঁজ নেন বলে জানান সম্রাট। গত ২৬ জুন, শুক্রবার রাত ৮টার দিকে নায়করাজকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সন্ধ্যায় শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। বর্তমানে তিনি ডা. আদনান ইউসুফ চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন। ৭৩ বছর বয়সি নায়ক রাজ্জাক দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভুগছেন। গত বছর মার্চে একটি সিনেমার শুটিংয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ফেরার এক সপ্তাহের মধ্যে আবার হাসপাতালে নিতে হয় তাকে। চিকিৎসকের পরামর্শে তখন থেকে বিশ্রামে ছিলেন এই অভিনেতা। প্রায় এক বছর অভিনয় থেকেও দূরে রয়েছেন নায়করাজ। কিংবদন্তি এই অভিনেতা ১৯৪২ সালে ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন কলকাতার নাকতলায়। সালাউদ্দিন প্রোডাকশন্সের ১৩ নং ফেকু ওস্তাগার লেন সিনেমায় অভিনয় করে নিজের প্রতিভার পরিচয় দেন রাজ্জাক। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা- বেহুলা, আবির্ভাব, নীল আকাশের নিচে, জীবন থেকে নেয়া, কাঁচ কাটা হীরে, ওরা ১১ জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, ছুটির ঘণ্টা, আকাশ ছোঁয়া ভালোবাসা ইত্যাদি।
হটনিউজ২৪বিডি২৪.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top