সকল মেনু

রিমান্ড শেষে কারাগারে রনি

1435827238

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি২৪.কম ০২ জুলাই : ৪ দফায় ১৪ দিনের রিমান্ড শেষে এমপি পুত্র বখতিয়ার আলম রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন মহানগর হাকিম আমিনুল হক। এর আগে বুধবার দুপুরে মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, রনির পিস্তল থেকে ছোঁড়া গুলিতেই রাজধানীর নিউ ইস্কাটনের জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। ওই সময় ডিবি কর্মকর্তা মনিরুল ইসলাম আরো বলেন, রনি ৪ দফায় ১৪ দিনের রিমান্ডে রয়েছে। রনি যদি স্বেচ্ছায় জবানবন্দি দিতে চায়, সেক্ষেত্রে তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। গত ১৩ এপ্রিল রাত পৌনে ২ টার দিকে নিউ ইস্কাটনে একটি প্রাডো গাড়ি থেকে ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে দৈনিক জনকণ্ঠের অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশা চালক আবদুল হাকিম নিহত হন। এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে ১৫ এপ্রিল রাতে অজ্ঞাতদের আসামি করে রমনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরে তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হয়। গোয়েন্দা পুলিশ দীর্ঘ অনুসন্ধান শেষে প্রথমে রনির গাড়ি চালক ইমরান ফকিরকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ ধানমন্ডি থেকে রনিকে গ্রেফতার করে।
হটনিউজ২৪বিডি২৪.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top