সকল মেনু

জাপানে ট্রেনে অগ্নিকাণ্ডে নিহত ২

Japan1435650298  আন্তর্জাতিক ডেস্ক :  জাপানে একটি বুলেট ট্রেনে অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন। ট্রেনের মধ্যেই এক ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়ে নিজেকে পোড়ানোর সময় সেই আগুন ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হয়ে আরো একজন নিহত হন।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

জাপান রেলের মুখপাত্র জানিয়েছেন, শিনকানসেন বুলেট ট্রেনের প্রথম কামরায় একজন যাত্রী গায়ে জ্বালানি ঢেলে আগুন ধরিয়ে দেন। তবে এই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

টোকিও থেকে ওয়াসাকার উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। এতে প্রায় ১ হাজার যাত্রী ছিল।

স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, ট্রেনটির ভেতরে সাদা ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে। এর আগে ওদাওয়ারা শহরের কাছে যাত্রীরা ট্রেন থামাতে ইমার্জেন্সি বাটন চাপেন। ট্রেনটি সেখানে থেমে যায় এবং যাত্রীরা বের হয়ে আসেন।

ফায়ার সার্ভিস অফিস জানিয়েছে, এই ঘটনায় ছয়জন আহত হয়েছেন। টোকিও থেকে ওয়াসাকাগামী সব ট্রেন থামিয়ে রাখা হয়েছে।

কেন ওই যাত্রী নিজের গায়ে আগুন দিলেন, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য না দিলেও কর্মকর্তারা ধারণা করছেন, এটি একটি আত্মহত্যার ঘটনা।

জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে ইয়োকোহামা ও ওদাওয়ারার মধ্যবর্তী স্থানে ওদাওয়ারা শহরের কাছে এ ঘটনা ঘটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top