সকল মেনু

আইসিইউতে নায়ক রাজ্জাক

52e0dd4fc8183-Razzak_28

বিনোদন ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ২৯ জুন : দুই বাংলার কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা নায়ক রাজ রাজ্জাককে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।শুক্রবার রাত ৮ টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সন্ধ্যায় হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে। তার ছোট ছেলে সম্রাট রোববার গভীর রাতে জানান, শ্বাসকষ্ট বেড়ে গেলে বাবাকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি আরো জানান, তার বাবা বর্তমানে ডা. আদনান ইউসুফ চৌধুরীর তত্ত্বাবধানে আছেন। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন। সম্রাট তার পরিবারের পক্ষে পিতার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ৭২ বছর বয়সি নায়ক রাজ্জাক দীর্ঘ দিন ধরে নিউমোনিয়ায় ভুগছেন। গত বছর মার্চে একটি সিনেমার শ্যুটিংয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ফেরার এক সপ্তাহের মধ্যে আবার হাসপাতালে নিতে হয়। তখন থেকে তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলেন। প্রায় এক বছর অভিনয় থেকেও দূরে আছেন। বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের কিংবদন্তী এই অভিনেতা ১৯৪২ সালে ২৩ জানুয়ারি জন্ম নেন কলকাতার নাকতলায়। সালাউদ্দিন প্রোডাকশন্সের ‘তেরো নম্বর ফেকু অস্তাগড় লেন’ সিনেমায় অভিনয় করে নিজের প্রতিভার পরিচয় দেন রাজ্জাক। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা- বেহুলা, আবির্ভাব, নীল আকাশের নিচে, জীবন থেকে নেয়া, কাঁচ কাটা হীরা, ওরা ১১ জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, ছুটির ঘণ্টা, আকাশ ছোঁয়া ভালোবাসা ইত্যাদি।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top