সকল মেনু

পক্ষকালের অস্বাভাবিক জোয়ারের তান্ডবে কুয়াকাটা সৈকত লন্ডভন্ড

kalapara-01 (03-06-13) Jana-01 নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া: মহাসেন পরবর্তী পক্ষকালের টানা অস্বাভাবিক জোয়ারের তান্ডবে কুয়াকাটা সৈকত লন্ডভন্ড হয়ে গেছে। লন্ডভন্ড হয়ে গেছে সৈকতের সৈান্দর্য মন্ডিত স্পটগুলো। ১৮ কিলোমিটার দীর্ঘ সৈকতের নারিকেল বাগান, ঝাউবাগান, কড়ই বাগানের শত শত গাছ উপড়ে গেছে। সৈকতের অন্তত ত্রিশ মিটার এলাকা সাগর গিলে খেয়েছে। সৈকতের পরিধি গেছে খাটো হয়ে। মিরাবাড়ি পয়েন্টে বেড়িবাঁধের বাইরের স্লোপ লন্ডভন্ড করে দিয়েছে। সেখান দিয়ে যে কোন সময় ফের অস্বাভাবিক জোয়ারে ভেতরে পানি প্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। গোটা সৈকত ঘুরে দেখা গেছে এমন ধ্বংসের তান্ডব। শত শত গাছ লাশের মতো কাঁত হয়ে পড়ে আছে। ইকোপার্কের পর্যটক বসার দুটো ছাতা উপড়ে বালুর উপরে পড়ে আছে। সৈকতের বাসিন্দা আনোয়ার হোসেন জানান, এবারের মতো দীর্ঘদিন ধরে অস্বাভাবিক জোয়ারে চাপ আগে কখনও তারা দেখেন নি। একই ভাষ্য সাহেরা বেগম, ফরিদা বেগমের। কুয়াকাটা শুন্য পয়েন্টে যেখানে ১৫দিন আগে অস্থায়ী দোকাপাট ছিল তা এখন সৈকতের চারণভূমিতে পরিণত হয়েছে। মোট কথা গোটা সৈকতের বেহালদশা হয়েছে বিক্ষুব্ধ সাগরের ঢেউয়ের তান্ডবে। ভাড়াটে হোন্ডা চালক মোজাম্মেল হোসেন জানান, এখন যে অবস্থা হয়েছে জোয়ারের সময় সৈকতে হাটাপথ আর থাকছে না। বর্ষা মৌসুম শুরু হতে না হতেই এভাবে অস্বাভাবিক জোয়ারের চাপের কারণে কুয়াকাটার সবশ্রেণীর মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top