সকল মেনু

ভোলার ১০ রুটে নৌযান চলাচল বন্ধ

unnamed ভোলা প্রতিনিধি: বৈরী আবহাওয়ার কারণে সপ্তম দিনের মতো বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ ১০ রুটে ৬৫ ফুটের নিচে সব ধরণের নৌযান চলাচল। নদী বন্দরগুলোতে ২নং সতর্ক সংকেত জারি থাকায় বিআইডব্লিউটিএ এসব রুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৬৫ ফুটের নিচে এমএল ও এমভি টাইপের সব ধরণের অনিরাপদ লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, নৌযান চলাচল বন্ধ থাকা রুটগুলো হলো, ভেলুমিয়া-ধুলিয়া, নাজিরপুর-কালাইয়া, ইলিশা-মজু চৌধূরীরহাট, তজুমদ্দির-মনপুরা, বেতুয়া-মনপুরা, মনপুরা-কলাতলীর চর, তুলাতলী-নোয়াখালী, মির্জাকালু-আলেকজেন্ডার, ভেদুরিয়া-লাহারহাট ও বোরহানউদ্দিন-বরিশাল। ভোলা বিআইডব্লিটিএর পরিদর্শক (ট্রাফিক) মোঃ নাসিম এ বিষয়ে জানান, আগামী রোববার পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এদিকে, এসব রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় এ রুটের হাজার হাজার যাত্রী চরম বিড়ম্বনায় পড়েছেন। কেউ কেউ আবার নিষেধাজ্ঞা অমান্য করে উত্তাল মেঘনায় ঝুঁকি নিয়ে পারাপার করছে। অন্যদিকে, টানা পঞ্চম দিনের মতো ভোলার উপর দিয়ে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। এছাড়া ভারী বর্ষণ ও লঘু চাপের প্রভাবে সৃষ্ট নিন্মচাপে নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিন্মাঞ্চল ও নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দি জীবন কাটাচ্ছে হাজারো পরিবার। জোয়ারের পানিতে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় ফেরিতে যানবাহন ওঠানামা বিঘ্নিত হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top