সকল মেনু

ভারতে পাচারকালে বেনাপোল সীমান্তে ১১মাসের শিশু উদ্ধার

benapole child pic #স্টাফ রিটোর্টার, যশোর : মায়ের কোল খালি করে একটি সংঘবন্ধ পাচারকারি চক্রের সদস্যরা ১১ মাসের একটি ফুটফুটে সন্তানকে ভারতে পাচারের চেষ্টা করেও ব্যার্থ হয়েছে। বেনাপোলের পুটখালি সীমান্তের বিজিবি সদস্যরা ১১মাসের শিশুকে উদ্ধার করেছে। তবে দীর্ঘ ১৩ দিনেও শিশুটির কোন অভিভাবক পাওয়া যায়নি। মার্তৃস্নেহ থেকে বঞ্চিত রয়েছে শিশুটি। পাচারকারীদের কবল থেকে উদ্ধার হওয়া শিশুটিকে ওই গ্রামের আক্তারের স্ত্রী চায়না বেগমের জিম্মায় রাখা হয়েছে। চায়না বেগম জানান, তাকে মাতৃস্নেহে রাখা হয়েছে। সব সময় তাকে আদর যতœ করা হচ্ছে। শিশু পুত্রটি কোন কান্নাকাটি করছে না। তবে কি যেন হারানোর বেদনায় ফ্যাল ফ্যাল করে তাগিয়ে থাকছে সর্বক্ষন। পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার সফিউদ্দিন হাওলাদার জানান, ২৪ মে দুপরে পুটখালী সীমান্ত দিয়ে শিশু পাচারের সংবাদ পেয়ে তারা পাচারকারীদের ধাওয়া করলে ১১ মাস বয়সের শিশু পুত্রকে রাস্তার উপর ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে পুটখালী ইউপি সদস্য লিয়াকতের উপস্থিতিতে ওই গ্রামের আক্তারের স্ত্রী চায়না বেগমের কাছে শিশুটিকে রাখা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। প্রকৃত অভিভাবক খুজে পেলে শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top