সকল মেনু

রাজনীতিতে খালেদা জিয়াকে আর ছাড় দেয়া হবে না: তথ্যমন্ত্রী

inu1_36064

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৭ জুন : রাজনীতিতে খালেদা জিয়াকে আর ছাড় দেয়া হবে না উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগুন সন্ত্রাসের দায়ে বেগম খালেদা জিয়াকে বিচারের সম্মুখীন করে কাশিমপুর কারাগারে রাখা হবে। এ সময় জামায়াতের ইফতারে যোগ দেয়ায় খালেদা জিয়ার সমালোচনা করে হাসানুল হক ইনু বলেন, এতে প্রমাণ হয়, তিনি ও জামায়াত এক সুতায় বাঁধা। তিনি আর পাল্টাবেন না। গত শুক্রবার রাজধানীতে কর্নেল তাহের মিলনায়তনে ‘জঙ্গি-আগুন সন্ত্রাসের মূল উৎপাটন: গণতন্ত্রের অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা মহানগর জাসদ এ আলোচনা সভার আয়োজন করে। খালেদা জিয়া পাকিস্তানের তালেবানি রাজনীতি করার সুযোগ আর পাবেন না উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, জঙ্গিবাদের ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হলেও খালেদা জিয়ার ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হবে। তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রে জঙ্গিবাদ থাকবে কি থাকবে না, সেটি যেমন বড় প্রশ্ন, তেমনি রাজনীতিতে খালেদা জিয়া থাকবেন কি থাকবেন না, এটিও এখনকার বড় প্রশ্ন। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সভায় জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সাংসদ নাজমুল হক প্রধান, নাদের চৌধুরী, আফরোজা হক প্রমুখ বক্তব্য রাখেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top