সকল মেনু

কুয়েতে শিয়া মসজিদে হামলায় নিহত ১৩

Kuwet1435325669 আন্তর্জাতিক ডেস্ক :  কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে একটি শিয়া মসজিদে শুক্রবার জুম্মার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এতে অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

বার্তা সংস্থা এএফপি ও বিবিসির খবরে জানানো হয়, কুয়েত সিটির আল-ইমাম আল-সাদেক শিয়া মসজিদে নামাজের সময় চালানো এ হামলায় অনেকে আহত হয়েছে। ঘটনার পর ওই এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে। হামলায় হতাহতের বিষয়টি কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেইউএনএ নিশ্চিত করলেও বিস্তারিত জানায়নি।

বিবিসির খবরে জানানো হয়েছে, ইরাক-সিরিয়ার অধ্যুষিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। এর আগে সৌদি আরব ও ইয়েমেনে একই ধরনের হামলা চালায় আইএস। অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

কুয়েত সিটির গভর্নর থাবেত আল-মুহান্না বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ওই আত্মঘাতী হামলায় চারজন নিহত হয়েছে। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি নিহতের সংখ্যা অন্তত ১৩ জন এবং আহত আটজনের কথা জানিয়েছে।

হামলার প্রত্যক্ষদর্শী কুয়েতের এমপি রয়টার্সকে জানান, ওই সময় মসজিদে দুই হাজারের মতো মুসল্লি ছিল। নামাজ শুরু হওয়ার পর উচ্চশব্দে বোমাটি বিস্ফোরিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top