সকল মেনু

বান্দরবানে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু

news_img

নিজস্ব প্রতিবেদক-বান্দরবান, হটনিউজ২৪বিডি.কম ২৬ জুন : বান্দরবানের বনরূপা এলাকায় একটি ঘরের ওপর পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- আলিফ (১২) ও মীম (৭)।এ সময় তাদের বাবা আবদুর রাজ্জাক ও মা আহত হন। তারাও ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঘটনার পর দমকলবাহিনীর সদস্যরা প্রচণ্ড বৃষ্টির মধ্যেও উদ্ধার অভিযান চালান। তারা মাটি সরিয়ে একে একে ২ জনের লাশ বের করেন। লাশ উদ্ধারের পর বান্দারবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বান্দরবান সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে পুলিশের একটি টিম গিয়ে ওই এলাকা পরিদর্শন করে পাহাড়ের পাদদেশ থেকে বাসবাসকারীদের সরে যেতে অনুরোধ করেন। তারা না সরে যাওয়ার কারণে পাহাড়ধসের ঘটনায় নিহতের ঘটনা ঘটে। গত বুধবার থেকে বান্দরবানে টানা বৃষ্টির কারণে জেলার ৭ টি উপজেলা এবং ২ টি পৌরসভায় পৌর কর্তৃপক্ষ ও ‍উপজেলা প্রশাসন পাহাড়ের পাদদেশ থেকে বাসবাসকারীদের সরে যেতে প্রচার-প্রচারণা চালায়, মাংকিং করে। ওই সব এলাকার বাসিন্দাদের জন্য বান্দরবান জেলায় ৫ টি আশ্রয়কেন্দ্রসহ উপজেলাগুলোতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top