সকল মেনু

বাড়ি ভাড়া ব্যাংকে জমার বিধান বাতিল দাবি

house_r_26602

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৫ জুন : গত অর্থবছরের বাজেটে কোন বাড়ির মোট ভাড়া ২৫ হাজার টাকার বেশি হলে তা ব্যাংকের মাধ্যমে লেনদেন করার বিধান করা হয়েছিল। এর ফলে করদাতারা হয়রানির শিকার হবেন বলে আশংকা প্রকাশ করেছে বাংলাদেশ ট্যাক্স পেয়ার্স সোসাইটি নামে একটি সংগঠন। গত বুধবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সাংবাদিক সম্মেলনে এ বিধানকে ‘কালাকানুন’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি তোলা হয়। সংগঠনের সভাপতি নূরুল আজহার শামীমের সভাপতিত্বে এ সময় লিখিত বক্তব্য তুলে ধরেন মহাসচিব হান্নান হোসেন। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে কর ফাঁকি বন্ধে দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির কোন ব্যবস্থা নেই। ট্যাক্স পেয়ার্স সোসাইটির পক্ষ থেকে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা করা, পূর্বের হারে অর্থাৎ সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলায় ন্যূনতম কর ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা বহাল রাখার দাবি জানানো হয়।
এ সময় অন্যদের মধ্যে আবুল হাসিব খান, জালাল উদ্দিন আহমেদ, তুষার রায় ও রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top