সকল মেনু

বন্যা আহমেদ মুক্তমনার পক্ষে দ্য ববস অ্যাওয়ার্ড নিলেন

1435180326

প্রযুক্তি ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ২৫ জুন : ডয়চে ভেলের দ্য ববস জুরি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন মুক্তমনা ব্লগের বন্যা আহমেদ। ঢাকায় খুন হওয়া ব্লগারড. অভিজিত রায় এবং তার নিজের কাজের স্বীকৃতি হিসেবে মুক্তমনাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশে বাকস্বাধীনতা নিশ্চিতে, ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে নিরলস কাজ করে যাচ্ছে মুক্তমনা ব্লগ। আর সেই কাজের জন্য চড়া মূল্যও দিতে হয়েছে সাইটটিকে। গত ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে মুক্তমান ব্লগের প্রতিষ্ঠাতা ড. অভিজিত রায়কে। একুশে বইমেলায় নিজের বই প্রকাশকে কেন্দ্র করে সেসময় যুক্তরাষ্ট্র থেকে সস্ত্রীক ঢাকায় গিয়েছিলেন তিনি। হামলায় গুরুতর আহত হন রায়ের স্ত্রী এবং সহব্লগার বন্যা আহমেদ। তার মাথা এবং ঘাড়ে একাধিক গভীর ক্ষত স্বাক্ষ্য দিচ্ছে দুর্বৃত্তরা খুন করতে চেয়েছিলেন তাকেও। তার হাতের একটি আঙুল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। পুলিশ সেই আঙুল ঠিকভাবে সংরক্ষণ না করায় পরবর্তীকালে আর জোড়া লাগানো যায়নি। তবে হাতের ক্ষতের চেয়ে মাথায় আঘাতই বণ্যা আহমেদকে ভোগাচ্ছে বেশি। অত্যন্ত দৃঢ় মনোবলের এই নারী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন তার স্বামীর কর্মকাণ্ড এগিয়ে নেয়ার। চলতি বছর ডয়চে ভেলের ‘দ্য ববস – বেস্ট অব অনলাইন অ্যাক্টিভিজম’ অ্যাওয়ার্ডের ‘সামাজিক পরিবর্তন’ বিভাগের জুরি অ্যাওয়ার্ড দেয়া হয়েছে মুক্তমনা ব্লগকে। জার্মানির বন শহরে অনুষ্ঠিত গ্লোবাল মিডিয়া ফোরামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মুক্তমনা ব্লগের বন্যা আহমেদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় তিনি বলেন, ‘মুক্তমনার যেকোনো অর্জন বা প্রাপ্তি অভিজিতের কাছে ছিল দুনিয়া পাওয়ার মতো ব্যাপার। মুক্তমনা ছিল অভিজিতের গর্ব এবং আনন্দ। এই অ্যাওয়ার্ড গ্রহণ করতে পারলে তার চেয়ে সস্তুষ্ট কেউ হতে পারত না। দ্য ববস অ্যাওয়ার্ড মুক্তমনা মডারেশন টিম, ব্লগার এবং সামগ্রিকভাবে মুক্তমনা কমিউনিটিকে তাদের সংগ্রাম চালিয়ে যেতে সহায়তা করবে।’ এর আগে ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বন্যা বলেন, ‘সরকারের এগিয়ে আসতে হবে মুক্তমনাদের রক্ষা করতে। এ ধরনের হত্যাকাণ্ডের নিন্দা জানাতে হবে, ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে।’ প্রসঙ্গত, রায় হত্যাকাণ্ডের পর মুক্তমনা ব্লগ একাধিকবার হ্যাকারদের আক্রমণের শিকার হয়। উল্লেখ্য, চলতি বছর দ্য ববস জুরি অ্যাওয়ার্ড পাওয়া অন্যান্য প্রকল্পগুলো হচ্ছে সিরিয়ায় গৃহযুদ্ধের কবলে পড়ে। গৃহহীন সিরীয়-ফিলিস্তিনি শরণার্থী জয়তুনের জীবনসংগ্রাম নিয়ে প্রকল্প ‘জয়তুন, দ্য লিটল রিফিউজ’ প্রকল্প, ইন্টারনেটে তথ্য সুরক্ষা এবং ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক বুদ্ধি-পরামর্শ দেয়া প্রকল্প ‘রেনকো ইলেক্ট্রনিকো’। এ ছাড়া বাকস্বাধীনতা অ্যাওয়ার্ড পেয়েছেন সৌদি আরবে কারাবন্দি ব্লগার রাইফ বাদাউয়ি।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top