সকল মেনু

বিদেশী বিরল প্রজাতির তিনটি ম্যকাউ, একটি দেশী ও ১১টি বিদেশী টিয়া পাখি হস্থান্তর

JessoreBirdsSeicege-150x150রিপন হোসেন, যশোর প্রতিনিধি:যশোর ২৬ ব্যটালিয়ন বিজিবি সদস্যরা বিদেশী বিরল প্রজাতির তিনটি ম্যকাউ, একটি দেশী ও ১১টি বিদেশী টিয়া পাখি আজ দুপুরে খুলনার বন্য প্রাণী ও প্রাকৃতিক সংরক্ষণ বিভাগের কাছে হস্থান্তর করেছে। বিজিবি জানায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল মুখি ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গত পহেলা জুন রাত সাড়ে ৮টার সময় যশোর বেনাপোল সড়কের মালঞ্চী নামকস্থানে অভিযান চালিয়ে লাগেজ বক্সের ভেতর থেকে মালিক বিহীন অবস্থায় পাখিগুলি উদ্ধার করে। পাখিগুলি ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে বিজিবি জানায়। পাখিগুলি অত্যন্ত মূল্যবান হওয়ায় এগুলিকে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার বলে ধারণা করা হচ্ছে।

২৬ বিজিবির সিও লেঃ কর্ণেল মতিউর রহমান পাখিগুলিকে বন্য প্রাণী ও প্রাকৃতিক সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের পরিদর্শক রাজু আহমেদের কাছে হস্থান্তর করেন।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top