সকল মেনু

নাশকতার মামলায় শিবির সভাপতিসহ ৪জন গ্রেফতার

wwww21নাজমুল হক শামীম, ফেনী প্রতিনিধি:ফেনীর সোনাগাজীতে ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতিসহ চার নেতাকে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুভাষ চন্দ্র পাল জানান, সোমবার সকালে সোনাগাজী বাজারে আলহেরা কিন্ডার গার্টেনের পাশে নাশকতার উদ্দেশ্যে শিবিরকর্মীরা উস্কানি মূলক হ্যান্ডবিল বিলি করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া করে সোনাগাজী কলেজ সভাপতি আবদুর রহমান লোকমান, সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাপতি আবু সাইদ ও শিবির নেতা মোয়াজ্জেম হোসেন সুজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। পরে তাদের দেয়া তথ্যমতে সোনাগাজাী উপজেলার শিবিরের পশ্চিম শাখার সভাপতি ওমর ফারুককে তার বাড়ি উপজেলার পালগিরি গ্রাম থেকে আটক করেন। আটককৃতদের ২০১২ সালের ৪ ডিসেম্বর নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ছাত্র শিবির ফেনী শহর শাখার সভাপতি তারেক মাহমুদ জানান, অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top