সকল মেনু

সৈয়দপুরে মুরগীর খামারী ব্যবসায়ীর বাড়ি ভাংচুর

unnamed মো. আমিরুজ্জামান, নীলফামারী  ২১ জুন: নীলফামারীর সৈয়দপুর শহরে নিয়ামতপুর এলাকায় এক মুরগী খামারী ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ভাংচুর করে পিটিয়ে আহত করেছে একই এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। বর্তমানে ওই ব্যবসায়ী সৈয়দপুর ১শ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছে। অভিযোগে জানা গেছে, সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর জুম্মাপাড়া এলাকায় খামারী ব্যবসায়ী মমিনুল ইসলাম ডাবলুর বাড়িতে একই এলাকার মিলনের ছেলে কেরকেরু প্রায় ঢিল ছুড়ে মারত। এ ব্যাপারে কেরকেরুর পিতা মিলন বার বার বলার পরও কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এর মধ্যে কেরকেরুসহ তার কয়েকজন বন্ধু ঢিল ছুড়ে মাড়ে ডাবলু। এর মধ্যে একটি কুকুর এসে কেরকেরুকে আচড় দেয়। এর প্রতিশোধ নিতে কুকুরকে না মেরে ডাবলুর বাড়িতে ঢুকে মিলন, আজম, লিটন, রিপন, মিলনের স্ত্রী রেশমা বেগম ভাংচুর করে এবং মুরগীর খামারে হামলা চালায়। এতে খামারের অনেক ক্ষয়-তিসহ অনেক মুরগীর বাচ্চা মারা যায়। ঘটনার সময় ডাবলুর স্ত্রী ও ডাবলুকে এলোপাতারী মারডাং করা হয়। ডাবলু প্রাণের ভয়ে পালিয়ে যায়।  আদানী মোড় মজিবরের মাছের দোকানে বসলে মিলন, আজম, রতন, লিটন, রিপন লাঠি সোটা নিয়ে ওই দোকান থেকে টেনে হেচড়ে ডাবলুকে বাইরে বাহির করে এলোপাতারী মারডাং করে রক্তাক্ত করে। এ সময় ঘটনাস্থলে শত শত লোক জড় হলেও তাদের ভয়ে কেউ প্রতিবাদ করেনি। পরে তারা চলে গেলে আশেপাশের লোকজন ডাবলুকে উদ্ধার করে সৈয়দপুর ১শ শয্যা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ওই প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে ডাবলুর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ডাবলু সৈয়দপুর ১শ শয্যা হাসপাতালে ৩০ নং বেডে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ডাবলুর স্ত্রী আম্বিয়া বেগম সৈয়দপুর থানায় একটি অভিযোগ দিয়েছে। সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top