সকল মেনু

‘বাংলাদেশের গোল্ডেন পিরিয়ড ২০১৫’

ক্রীড়া ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ২০ জুন : বাংলাদেশ যে দাপুটে নৈপুণ্য দেখিয়ে ভারতকে ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারিয়েছে, তাতে  দর্শকদের মতোই মুগ্ধ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। দর্শকদের কাছে এটা বিশ্বকাপের প্রতিশোধ মনে হলেও সাবেকরা দেখছেন জাতীয় দলের দিন দিন শক্তিশালী হয়ে ওঠার ব্যাপারটি। তাদের কারো কারো মতে, বিশ্বকাপ থেকেই বাংলাদেশ দল ভাল ক্রিকেট খেলছে এবং ২০১৫ সাল টাইগারদের জন্য ‘গোল্ডেন পিরিয়ড’। তাই তারা চান মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি শক্তিশালী ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের দিকে মনোনিবেশ করুক।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট বিশ্লেষক রকিবুল হাসান বলেন, ম্যাচ জয়টা আমার কাছে ভালো লাগছে। এই বাংলাদেশকে টস জয় থেকে শুরু করে, শেষ বল পর্যন্ত কখনই মনে হয়নি ম্যাচের বাইরে ছিল। দাপুটে বিজয়। প্রথমবারের মতো নিয়মিত ফাস্ট বোলারদের দাপট দেখলো বাংলাদেশ। যেটা কিনা আমি মনে করি, বিশ্ব ক্রিকেটে লড়াই করতে হলে বিভিন্ন মাঠে এই ফাস্ট বোলার সমৃদ্ধ দল থাকতেই হবে। কাজেই সেই দিকে নজর রেখেই বাংলাদেশ দল এখন নতুন অধ্যায়ের শুরু করলো। পুরো দল ভালো খেলছে।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক বর্তমান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু  বলেন, ‘জয় সব সময়ই ভালো। ভারতের বিপক্ষে জয় পাওয়া সেটা অনেক বড় ব্যাপার। তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। ঘরের মাঠে ভারতের মতো শক্তিশালী দলকে হারানো সেটা অনেক বড় প্রাপ্তি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল যে দিন দিন শক্তিশালী দলে পরিনত হচ্ছে এটা তারই প্রমাণ। এই জয়ের ফলে আমরা আরো একধাপ এগিয়ে গেলাম। সত্যি কথা বললে বাংলাদেশ দল বিশ্বকাপ থেকেই ওয়ানডেতে খুব ভালো ক্রিকেট খেলছে।’
অধুনা ব্যস্ত ধারা ভাষ্যকার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতাহার আলী খান বলেন, ‘২০১৫ সালটা বাংলাদেশ দলের জন্য গোল্ডেন পিরিয়ড মনে হচ্ছে। এই বছর বাংলাদেশ দল অনেক ভালো ক্রিকেট খেলছে এবং সব কিছু ক্লিক করছে। টিম ম্যানেজম্যান্ট যাই সিলেকশন করছে মাঠে সবই কাজে দিচ্ছে। চারটা পেসার নিয়ে ভারতীয় দলের চেয়ে ভালো বোলিং করেছে। বিশেষ করে অভিষিক্ত মোস্তাফিজুর রহমান ভালো বোলিং করেছে। বাংলাদেশ ভারতকে কোন সুযোগ দেয়নি। ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই বাংলাদেশ দল অনেক ভালো করেছে। বাংলাদেশ দল এখন বিশ্বের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়েছে। ওয়ানডে ফর্মেটে আগে বড় দলকে হারাতে আমাদের কষ্ট হতো কিন্তু এখন সেটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে এবং এটা মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্বের কারণে।’
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে হয়, তারা বিশ্বকাপে মাশরাফি বিন মর্তুজার হাতে অধিনায়কের দায়িত্ব দিয়েছে। এটা সময়ের সেরা সিদ্ধান্ত ছিল। আমাদের পক্ষে এখন সিরিজ জেতা সম্ভব। আমরা এখন বাংলাওয়াশও দেখতে পারি। সেই স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখতেই পারে। কিন্তু এটা অনেক কঠিন ব্যাপার। ভারত অনেক শক্তিশালী দল। তাদেরকে সহজেই ছিটকে ফেলে দেয়া যাবে না। আমরা যদি এভাবে ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে সিরিজ জেতা অসম্ভব কিছু না।’
জাতীয় দলের আরেক সাবেক সানোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশ দল সিলেকশন থেকে শুরু করে ব্যাটিং-বোলিং সব দিক থেকে ভারতের তুলনায় বেটার সাইড নিয়ে খেলতে নেমেছে। ভারত কখনই চিন্তা করেনি বাংলাদেশ তাদের মাঠে চারটা পেসার ও একটা স্পিনার নিয়ে খেলবে। সব চেয়ে বড় সারপ্রাইজ হলো মোস্তাফিজুর রহমানের বোলিং। টস জিতে ব্যাটিং নেয়ার পর সৌম্য সরকার ও তামিম ইকবাল যে শুরুটা এনে দিয়েছে তাতেই বাংলাদেশ দলের জয়ের ভিত গড়েছে। ৩০৭ রান চেজ করে জেতা যে কোন দলের জন্যই কঠিন ব্যাপার। তারপর সবাই জানে ভারতের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী তাদের এই রান চেজ করার মতো অ্যাবিলিটি আছে। কিন্তু বাংলাদেশ ভালো বোলিং করেছে। আপ টু বটম দেখলে মনে হয় বাংলাদেশ হোম ওয়ার্ক করেই নেমেছে। বাংলাদেশ অনেক আগ থেকেই ওয়ানডেতে শক্তিশালী দলে পরিণত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বিশ্বকাপ থেকে টিম বাংলাদেশ হিসেবে গেইন করছে। গত মাসে পাকিস্তানকে এই মাঠেই ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছে। আগে যেমন বাংলাদেশ সাকিব, তামিম ও মুশফিকের উপর নির্ভরশীল ছিল। কিন্তু এখন আর সেটা নেই। এখন দলের সবাই পারফরর্মার। বিশেষ করে আমাদের ফাস্ট বোলাররা অনেক ভালো করেছে। তাছাড়া মাশরাফির অধিনায়কত্ব অসাধারণ। এখন বাংলাদেশ দলের পক্ষে সিরিজ জেতা সম্ভব। ’
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top