সকল মেনু

ধোনি-মুস্তাফিজের জরিমানা

ক্রীড়া ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ২০ জুন : সিরিজের প্রথম ওয়ানডে চলাকালে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির ধাক্কা দেয়ার ঘটনায় দুজনকেই জরিমানা করা হয়েছে। জরিমানা হিসেবে ধোনির ম্যাচ ফির ৭৫ শতাংশ ও মুস্তাফিজের ৫০ শতাংশ কাটা হয়েছে।
শুক্রবার দুপুরে  সোনারগাঁও হোটেলে ওই ম্যাচের আম্পায়ার, ম্যাচ রেফারি এবং ধোনি-মুস্তাফিজের উপস্থিতিতে শুনানি হয়। শুনানি শেষে উভয়কে জরিমানা করার সিদ্ধান্ত হয়।
গতকাল প্রথম ওয়ানডে চলাকালে ভারতের ইনিংসের ২৫তম ওভারে ঘটনাটি ঘটে। ওই ওভারের দ্বিতীয় বলে রানের জন্য ছুটেছিলেন ধোনি। কিন্তু বলটা করে কিছুটা বেখেয়ালে ধোনির পথে এসে দাঁড়ান মুস্তাফিজ। কনুই মেরে তাকে সরিয়ে দেন ভারত অধিনায়ক। এতে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় মুস্তাফিজকে। পরে অবশ্য আবার মাঠে ফেরেন তিনি।
উল্লেখ্য, মুস্তাফিজের ৫ উইকেট শিকারে ভারতকে ৭৯ রানে হারায় বাংলাদেশ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top