সকল মেনু

অটো চার্জার চালকদের অসৌজন্য মূলক আচরণ

unnamed স্টাফ রিপোর্টার: দিনাজপুর পৌর শহরে অটো চার্জার রিক্সার ভাড়ার তালিকা না থাকায় নাজেহাল হচ্ছে যাত্রীরা। এই নিয়ে চালকের সঙ্গে যাত্রীদের বাক-বিতন্ডা, তর্কবিতর্ক এমনকি হাতাহাতির ঘটনা ঘটছে। অটো চার্জার রিক্সার কোন সরকারী অনুমোদন নেই। সুতরাং ভাড়ার তালিকার প্রশ্নই উঠে না। এ সুযোগকে কাজে লাগিয়ে চালকরা ইচ্ছামত ভাড়া হাকছেন। কোন সময় ১৫ টাকার ভাড়া ৩০ টাকা আর কোন সময় ৩০ টাকার ভাড়া ৫০ থেকে ৬০ টাকা দাবী করছেন। আর এর সাথে যোগ হয়েছে চালকদের যাত্রী প্রতি অসৌজন্যমূলক আচরণ। জমা বৃদ্ধি, বিদ্যুৎ বিল বৃদ্ধি, পার্টস এর দাম বৃদ্ধিসহ নানা অজুহাতে ভাড়া বেড়ে গেছে এই চালকদের দাবী। অটো চালকরা সাধারণত বেশীর ভাগ রিক্সাচালক। রিক্সা ছেড়ে এখন তারা অটো চালাচ্ছে। অটো চার্জারে নেই কোন খাজনা টেক্স, নেই কোন রুট পারমিট আর নেই লাইসেন্স কিংবা ড্রাইভিং লাইসেন্স। ত্ইা রিক্সা ছেড়ে এখন সবাই অটো চার্জার চালাতে আগ্রহী। ফলে সরকার বিপুল অংকের রাজস্ব হারাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top