সকল মেনু

ছিটমহলবাসীর অধিকারগুলো দ্রুত বাস্তবায়ন করা উচিত: ড. মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক-লালমনিরহাট, হটনিউজ২৪বিডি.কম ১৮ জুন : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যার ড. মিজানুর রহমান বলেছেন, ‘আপনাদের কি কি অসুবিধা আছে এবং আপনাদের সেবা এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্যে রাষ্ট্রের তরফ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার জন্যই এখানে এসেছি।’
বুধবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ১১৯ নম্বর বাঁশকাটা ছিটমহলে স্থানীয় ছিটমহলের নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘মনে রাখবেন যে আপনারা বাংলাদেশের নাগরিক হয়েছেন। চুক্তির ফলে আপনারা সমমর্যাদা এবং সম্মানের অধিকারী। তাই যারা আপনাকে সম্মান করবে না। আপনাকেও তাদেরকে সম্মান করার কোনো প্রয়োজন নেই। আপনারা আগের মত নিজেদেরকে আর নিঃস্ব মনে করবেন না। মনে করবেন না যে, আইন আপনার পাশে নেই, আপনাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, আপনাদের সংগ্রামে আপনারা একাকি লড়ে যাচ্ছেন। সকল সময়ে মনে করবেন অন্য যদি কেউ না থাকে আপনাদের পাশে জাতীয় মানবাধিবার কমিশন দাঁড়িয়ে আপনার অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।’
ছিটমহলবাসীদের দাবি-দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরাও মনে করি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের পরিচয়পত্র থাকা অপরিহার্য। সুতরাং মানবাধিকার কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আমরা প্রয়োজনবোধে ডেমি অফিসিয়াল লেটার লিখব। সেখানে অনুরোধ করব যেন অনতিবিলম্বে এই কাজটি হাতে নেয়া হয়। এবং আপনাদেরকে যেন পরিচয়পত্র দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। শুধু যে নির্বাচন কমিশনকে লিখব তা নয়, একই সঙ্গে সর্বোচ্চ আমলাতন্ত্রের প্রধান- সেই মন্ত্রী পরিষদ সচিবকেও এই চিঠি লিখব। প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর করব যে আপনাদের মর্যাদা এবং অধিকার রক্ষার্থে এই কাজগুলো কত জরুরী এবং কত দ্রুত তার বাস্তবায়ন প্রয়োজন।’
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর কুতুবুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি ময়নুল হক, স্থানীয় অধিবাসী শামসুন নাহার, মিল্লাত হোসেন, আখলিমা খাতুন, আব্দুল জলিল, আব্দুল গণি, ১১৯ নম্বর বাঁশকাটা ছিটমহলের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক ইমাম উদ্দিন কবীর ও সিডনির রাউল ইউল্যামস ইউনিভারসিটির অধ্যাপক এবং মানবাধিকার কর্মী লায়ন সুঙ্গাসহ স্থানীয় ছিটমহল নেতারা উপস্থিত ছিলেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top