সকল মেনু

কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন ও সমাবেশ

unnamed ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: ৬৫ বছরের উর্দ্ধে নয়, সকল মুক্তিযোদ্ধার জন্য সমান হারে ১০ হাজার টাকা করে সম্মানী ভাতার দাবীতে কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সামনে মানববন্ধন ও সমাবেশ করে মুক্তিযোদ্ধারা। বুধবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও সদর উপজেলা কমান্ড যৌথ ভাবে এ কর্মসুচী পালন করে। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, ডিপুটি কমান্ডার আমিনুল ইসলাম, সদর উপজেলা কমান্ডার আব্দুল বাতেন প্রমুখ। বক্তারা বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাতা ১০ হাজার টাকা করে দেয়ার ঘোষনা দেন। অথচ একটি কুচক্রী মহল সরকারকে বিভ্রান্ত করতে এ ভাতা প্রদানে ৬৫ বছরের শৃঙ্খল পড়িয়ে দেয়। যা মুক্তিযোদ্ধাদের বিক্ষুব্ধ করেছে। আমরা এ ব্যাপারে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। ‘মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান। কাজেই তাদের বয়সের বিভাজন না করে সকল মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হোক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top