সকল মেনু

ভুল বোঝাবুঝি থেকে কক্সবাজারে গুলি: আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৭ জুন : ভুল বোঝাবুঝি থেকে কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি সদস্যদের ওপর মিয়ানমারের সীমান্তরক্ষীরা গুলি চালিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, নাফ নদীর মাঝ বরাবর ভাগ করে দুই দেশের সীমান্তরক্ষীরা টহল দেয়। বিজিবির একটি জলযান টহল দেয়ার সময় মাছ ধরার জালে বাধাগ্রস্ত হলে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়। এক মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির উপর গুলি চালায়।
ধরে নিয়ে যাওয়া বিজিবি সদস্যের বিষয়ে তিনি বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে শিগগিরই তাকে ফিরিয়ে আনা হবে। এরকম ভুল যাতে না হয় সে বিষয়ে দুই দেশকে আরো সতর্ক হতে হবে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top