সকল মেনু

সৌদি আরবে বৈধতা মিলছে ৩৮,০০০ বাংলাদেশি শ্রমিক

সৌদি সরকারের সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে এ পর্যন্ত বৈধতা পেয়েছেন ৩৮ হাজারের বেশি অবৈধ বাংলাদেশি শ্রমিক। মে মাস থেকে শুরু হওয়া এই বিশেষ সুযোগ শেষ হবে আগামী ৩রা জুলাই। সৌদি আরব ভিত্তিক পত্রিকা আরব নিউজে দেয়া এক বিবৃতিতে, জেদ্দায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ নাজম আল-ইসলাম জানিয়েছেন, প্রতিদিন তার দূতাবাসে গড়ে পাঁচ হাজার করে বৈধতার আবেদন জমা পড়ছে। এসব আবেদনের মধ্য থেকে এ পর্যন্ত ১৬ হাজার জনকে নতুন বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে। অন্যদিকে ১২ হাজার শ্রমিকের পাসপোর্টের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। আবেদনকারীদের চাপ সামাল দিতে কাজের সময় এবং জনবল বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top