সকল মেনু

এটিএম কার্ড জালিয়াতি চক্রের হাতে কোটি কোটি টাকা

অভিনব পদ্ধতিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটিএম কার্ড ব্যবহারকারীর তথ্য ও পাসওয়ার্ড চুরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এমন একটি চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। অর্ধশতেরও বেশি কার্ডের তথ্য ও পাসওয়ার্ড সংগ্রহের কথা স্বীকার করেছে চক্রের এক সদস্য।

জালিয়াত চক্রের সদস্য মোশররফ তথ্য প্রযুক্তি বিষয়ে পড়ালেখা করেছেন যুক্তরাজ্যে। প্রযুক্তির হাতে কলমে শিক্ষা কিভাবে ব্যবহার করছেন তাই দেখালেন তিনি।
প্রধম ধাপ ভুয়া পরিচয় দিয়ে বুথে গিয়ে নিজস্ব ডিভাইস ও গোপন ক্যামেরা লাগানো। ডিভাইসটিতে গ্রাহকের এটিএম কার্ডটি স্পর্শ করানো মাত্রই, সব তথ্য চলে যাচ্ছে তার আয়ত্বে। আর গোপন ক্যামেরায় ধারণ করা হচ্ছে গ্রাহকের পাসওয়ার্ড।
ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন জীশান কিংশুক হক বলেন, এই জালিয়াতির পদ্ধতি তাদের কাছে নতুন। গোয়েন্দা পুলিশের মতে, প্রযুক্তি নির্ভর আর্থিক অপরাধ ঠেকাতে ব্যাংকগুলোকে নিরাপত্তার বিষয়ে আরো ভাবতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top