সকল মেনু

যশোরে ভূয়া অতিরিক্ত সচিব গাড়ী চালকসহ আটক

unnamedযশোর প্রতিনিধি: অবশেষে ভূয়া অতিরিক্ত সচিব মেহেদি হাসান ও তার গাড়ীর চালক আব্দুর রশিদ রাঙ্গা কে যশোর সার্কিট হাউজ থেকে আটক করা হয়েছে।যশোরের এনডিসি আব্দুল মালেক বলেছেন, জন প্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পরিচয়ে আজ সকালে মেহেদি হাসান যশোরে এসে সার্কিট হাউজে ওঠেন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সার্কিট হাউজের স্টাফরা তাকে জানায়।এনডিসি বলেন তিনিসহ কয়েকজন ম্যাজিস্ট্রেট সার্কিট হাউসে গিয়ে মেহেদি হাসানের সাথে কথাা বলে ভূয়া পরিচয়ের সত্যতা নিশ্চিত হবার পর কোতয়ালী থানা পুলিশ কে খবর দেন। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। মেহেদি হাসান টাঙ্গাইলের নাবিলা গ্রামের মৃত মোকাদ্দেস হোসেনের ছেলে। তিনি পেষায় একজন প্রকৌশলী, যশোর সেনা নিবাস এলাকায় জমি অধিগ্রহন সংক্রান্ত কাজে যশোর এসেছেন। গাড়ীর চালক আব্দুর রশিদ ঢাকার সাদ্দামপুর এলাকার বাসিন্দা বলে জানান। উল্লেখ্য দশদিন আগেও এই ব্যক্তি একই পরিচয়ে সার্কিট হাউসে অবস্থান করেছিলেন। যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ সিকদার আক্কাস আলী জানান, আটক দুইজনের কাছ থেকে কিছু স্ট্যাম্প, জমির দলিল ও নগদ ১ লাখ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top