সকল মেনু

হত্যা মামলায় রংপুরে পিতা-পুত্রের মৃত্যুদন্ড

index রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে ছোট ভাইসহ দুই জনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। এ ছাড়া দোষী প্রমানিত না হওয়ায় দুই জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -২ এর বিচারক রোববার এ রায় প্রদান করেন। আদালতের অতিরিক্ত পিপি আকতারুজ্জামান পলাশ জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৩ সালের ২১ আগস্ট পীরগঞ্জ উপজেলার একবারপুর গ্রামের একটি মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে একই গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন নবীউদ্দিন। পথে ছোট ভাই ওসমান গণি ও তার ছেলে মোহসীনসহ কয়েকজন নবীউদ্দিনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নবীউদ্দিনের ছেলে খায়রুল ইসলাম বাদী হয়ে চার জনকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর স্যাগ্রহণ শেষে দুই জনের মৃত্যুদন্ডের  আদেশ দেন বিচারক। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, ওসমান আলী (৭০) ও তার ছেলে মোহসীন আলী (৩৫)। মোহসীন আলী পলাতক রয়েছেন। তবে আসামি মোহসীন আলী পলাতক থাকায় গ্রেফতার হওয়ার পর তার বিরুদ্ধে রায় কার্যকর করার কথা রায়ে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া দোষী প্রমানিত না হওয়ায় আসামি একই পরিবারের অন্য দুই জন সদস্য ওবায়দুর রহমান ও লাকী বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top