সকল মেনু

নীলফামারী পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

 unnamedমো. আমিরুজ্জামান, নীলফামারী  ১৪ জুন: জনগণের মুখোমুখি হয়ে গতকাল শনিবার দুপুরে নীলফামারী পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোন করারোপ ছাড়াই ৩৫ কোটি ৫৪ লাখ ৫১ হাজার ৭৭৭ টাকার উন্মুক্ত ওই বাজেট ঘোষণা করা হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক) নীলফামারীর সহযোগিতায় পৌরসভার সর্বস্তরের জনগণের মুখোমুখি হয়ে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৩৯ লাখ ৭ হাজার টাকা এবং বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ৭৭৭ টাকা। সচেতন নাগরিক কমিটির নীলফামারীর সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এসময় পৌর কাউন্সিলর  এবং কর্মকর্তা- কর্মচারিরা উপস্থিত ছিলেন। সনাকের সহ-সভাপতি তাহমিন হক ববীর সঞ্চালনায় বাজেট ঘোষণা শেষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের মুঠোফোন ও সরাসরি বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র দেওয়ান কামাল আহমেদ। অনুষ্ঠানটি ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top