সকল মেনু

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে ইরান

আর্ন্তজাতিক ডেস্ক : ইরানের পেট্রোকেমিক্যাল খাতের ওপর সর্বশেষ অবরোধ আরোপের জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন দেশটির সংসদ সদস্য মোয়ায়েদ হোসেইনি সাদর। তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সর্বশেষ এ অবরোধের মূল লক্ষ্য হল বৈদেশিক মুদ্রার রাজস্ব। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় শুক্রবার ইরানের আটটি পেট্রোকেমিক্যাল কো¤পানির বিরুদ্ধে অবরোধ আরোপের ঘোষণা দেয়।
এ ব্যাপারে হোসেইনি সাদর বলেন, নতুন করে যে আটটি কো¤পানির ওপর অবরোধ আরোপ করা হয়েছে সেগুলো বেসরকারি খাতে পরিচালিত হচ্ছে। ২০১২ সালের প্রথম দিকে ইরানের জ্বালানি ও অর্থ খাতের ওপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করে। এরপর মার্কিন চাপের কাছে নতিস্বীকার করে ইউরোপীয় ইউনিয়নও ইরানের ওপর একতরফা অবরোধ আরোপের ঘোষণা দেয়। প্রসঙ্গত, ইরান সামরিক উদ্দেশে পরমাণু কর্মসূচি পরিচালনা করছে -এমন ভিত্তিহীন অভিযোগ এনে তেহরানের ওপর এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top