সকল মেনু

নাট্য চক্র সংগীত একাডেমীর রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী

unnamed সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের অন্যতম নাট্য সংগঠন নাট্য চক্রের সংগীত বিভাগ নাট্য চক্র সংগীত একাডেমীর আয়োজনে রবীন্দ্র –নজরুল জন্ম জয়ন্তী পালিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাঁকুর  ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী  উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জন্মজয়ন্তী  উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাট্য চক্রের সভাপতি অনুপম ফরিদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিকজোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের  সভাপতি আমিরহোসেন সুরুজ,নজরুল একাডেমীর সাধারন সম্পাদক সাংবাদিক হেলাল আহমেদ,জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ন সম্পাদক হীরক গুন। মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক কবি সায়িদ আবু বকর । স্বাগত বক্তব্য রাখেন নাট্য চক্রের সাধারন সম্পাদক ইমরান মুরাদ। আলোচনা সভা  শেষে  নাট্য চক্র সংগীত একাডেমীর প্রশিক্ষক সালেহ আহমেদ  নুর এর তত্বাবধানে সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশনকরেন ইমরান মুরাদ, হানিফমোহাম্মদ, সালেহ আহমেদ  নুর ,শম্পা রহমান,ফারজানা ইয়াসমিন মিশু,রাকিব ,সুইটি,নিপা,মৌ,পল্লী হাফিজ,সোবাহান। নৃত্য পরিবেশন করে তাসফিয়া এবং নাফিসা।
নৃত্য পরিচালনায় ছিলেন আমেনা খানম হাসি। এসময় র্দশক ছিলো হল ভর্তি। ব্যতিক্রম ধর্মী এই অনুষ্ঠানটি  দর্শক হৃদয়ে ব্যপক সারা জাগিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top