সকল মেনু

‘বেজন্মা’ বলেই জামায়াতের পেটে বিএনপি

kamrulনিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘যাদের (বিএনপি) শেকড় নাই, আশুগঞ্জের ভাষায় তারা বেজন্মা। আর বেজন্মা বলেই আরেকটি দলের পেটে ঢুকে যেতে পেরেছে তারা। জামায়াতের পেটে ঢুকে গেছে বিএনপি। জন্ম যদি ঠিক থাকতো তাহলে জামায়াতের পেটে ঢুকে যাওয়া সম্ভব ছিল না।’

শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রিন্সিপাল শাহজাহান ফাউন্ডেশন আয়োজিত ‘যুগপূর্তি, শেকড়ের সন্ধানে গ্রন্থের প্রকাশনা এবং গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামরুল বলেন, ‘ওরাই (বিএনপি নেতারা) বলে, আমি না। অনেকদিন আগে আমি বলেছিলাম জামায়াতের পেটে বিএনপি। এখন ওরাই বলে। শেকড় নাই। শেকড় নেই বলেই আজকে তারা ক্রমান্বয়ে মুসলিম লীগে পরিণত হবে। আজকে তাদের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে কথাবার্তায় বোঝা যায় তাদের ভবিষ্যৎ। আগামী নির্বাচনের আগে ভেঙে কয় খণ্ড হবে তার কোনো ঠিক নেই।’

তিনি বলেন, ‘তাদের জন্মের কোনো ইতিহাস নেই, শেকড় নেই, বেজন্মা বলেই। রাজনীতি বলেন, সমাজ বলেন সবক্ষেত্রে শেকড় যদি না থাকে তার পরিণতি ভালো হয় না।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের শেকড় মজবুত বলেই এত ঝড়ঝাপ্টা হওয়ার পরও আওয়ামী লীগ টিকে আছে। বিশ্বের মোড়লরা আমাদের বিরুদ্ধে। মোড়লরা অনেকেই অনেক কথা বলেন। অনেক প্রেসক্রিপশন দেন। সেই প্রেসক্রিপশন শেখ হাসিনা শুনলে দেশ এগিয়ে যেতো না। পদ্মাসেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করার পরও নিজস্ব অর্থায়নে আমরা পদ্মাসেতু করতে পারতাম না।’

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী, বিশিষ্ট অভিনেতা ড. ইনামুল হক, জাতীয় প্রেস ক্লাব সভাপতি মো. শফিকুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top