সকল মেনু

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীসহ ৩ নিহত

unnamed মো. আমিরুজ্জামান, নীলফামারী  ১২ জুন: পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নীলফামারীতে ৩জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন। নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলা নামক স্থানে পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক কাজ শেষে সৈয়দপুর থেকে নীলফামারী অফিস ফেরার পথে সমিতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির গাড়ি চালক মুকুল হোসেন(৩৫) ও মিটার রিডার জাহিদ হোসেন(৩২) নিহত ও ৫ জন লাইনম্যান আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির এনফোর্সমেন্ট অফিসার এনামুল হক তরফতার।  এদিকে আজ শুক্রবার সকাল ১১ টায় ডিমলা উপজেলার ডাঙ্গারহাট হতে সৈয়দপুরগামী নোয়াখালী-জ-০৮-০০১৮ কেএসআরএম নামের একটি বাস দ্রুতবেগে যাওয়ার পথে খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দরখড়িবাড়ী হ্যালিপ্যাডের কাছে সইকুল ইসলাম (২৫) নামের এক কৃষককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক বাসটি ঘটনাস্থ’ল হতে দ্রুত পালিয়ে গিয়ে ডিমলা সদরের একটি ফিলিং ষ্টেশনে গাড়ীটি রেখে পালিয়ে যায়। মৃত সইকুল বন্দর খড়িবাড়ী গ্রামের আমিনুর ইসলামের পুত্র। ঘটঁনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top