সকল মেনু

বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপনের অংশ হিসাবে জামালপুরে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা

জামালপুর প্রতিনিধি: আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপনের অংশ হিসাবে জামালপুরে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার দুপুুরে শহরের নয়াপাড়াস্থ এমডিএফ জেলা কার্যালয়ে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বেসরকারী সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)এর আয়োজনে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ দেলওয়ার হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসডিএফ’র জামালপুর অঞ্চলের আঞ্চলিক কর্মসূচি পরিচালক মোঃ সাহাদাত হোসেন, মেলান্দহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব জুয়েল আশরাফ, সরিষাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়জুন নেছা, তানজিনা আলম আঞ্চলিক বিশেষজ্ঞ, শাহ মোঃ শাহাদৎ হোসাইন, জেলা কর্মকর্তা, মোঃ ফজলুর রহমান, জেলা কর্মকর্তা, তাজমুল ইসলাম তালুকদার, জেলা কর্মকর্তা প্রমুখ। এ সময় বক্তারা পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও ঝুঁকি হ্রাসকরণ উদ্যোগের আওতায় দরিদ্র ও অতিদরিদ্র মানুষের পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত ঝুঁকি নিরূপন করে মোকাবেলার জন্য সক্ষমতা বৃদ্ধিতে, দুর্যোগের ঝুঁিক মোকাবেলা, টেকসই পরিবেশ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের খাপÑখাওয়ানোর কৌশল এবং কমিউনিটি কর্র্তৃক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করার জন্য সকলে প্রতি আহ্বান জানান । চিত্রাঙ্কন প্রতিযোগীতায় জামালপুর জেলার মেলান্দহ ও সরিষবাড়ী উপজেলার ২৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ এবং ৫ম শ্রেণীর ৭৩ জন শিক্ষাথীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ১ম স্থান অধিকারী মোঃ রিমন মিয়া, ২য় স্থান অধিকারী ইয়ামিন নৌশিন মীম ও ৩য় স্থান অধিকারী শায়লা ইসলাম (চৈতী) সহ ১০জন কে পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top