সকল মেনু

নাটোরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

মোঃ মাহফুজ আলম মুনী, নাটোর : নাটোরে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। রোববার কানাইখালী মাঠ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন নাটোরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাঈদ কুতুব এবং সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ রফিকুল ইসলাম। জেলা স্বাস্থ্য বিভাগ ও নাটোর এনজিও ফোরাম আলাচনা সভায় বক্তারা বলেন, ধুমপান ও তামাকজাত দ্রব্যের কারণে নারীদের ক্ষতি তো হবেই সে নিজে ধুমপায়ী না হলেও বাবা, চাচা, স্বামী পুত্রসহ পরিবারের পুরুষ সদস্য ধুমপায়ী হলে স্ত্রী কন্যাসহ নারীদের মারাত্বক ক্ষতি হতে পারে। বর্তমানে বিশ্বে ১০০ কোটি ধুমপায়ীর মধ্যে ২০ কোটি নারী। তামাক কোম্পানী এখন পুরুষদের পর নারীর দিকে নজর দিয়েছে। এখন তামাক কোম্পানী নতুন বাজার হিসেবে প্রধানত অল্প বয়সী মেয়েদের তামাক সেবনে আগ্রহী করছে। অল্প বয়সের ছেলে ও মেয়েদের মধ্যে শতকরা ১২% ছেলে এবং ৭% মেয়ে ধুমপান করছে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top