সকল মেনু

মাইলস্টোন কলেজে মাসব্যাপি দেয়ালিকা উৎসব

unnamed শাহ বুলবুল,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে শুরু হয়েছে মাসব্যাপি দেয়ালিকা উৎসব। নান্দনিক এই দেয়ালিকা উৎসবে মাইলস্টোন কলেজে অধ্যায়নরত ৯ম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের হাতে লেখা শতাধিক পত্রিকা স্থান পেয়েছে। গত ৩১ মে মাইলস্টোন কলেজের কেন্দ্রীয় হলে আয়োজিত ম্যাসব্যাপি উৎসবের উদ্ধোধন করেন অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা শাখার উপাধ্যক্ষ মেজর শেখ মো. শাহাবুদ্দিন (অব.), মাইলস্টোন কলেজের পরিচালক মো. মাসুদ আলম এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। বাংলা ও ইংরেজি ভাষায় লেখা দেয়াল পত্রিকার বিষয়গুলো ছিল সময় উপযোগী এবং মানবিক। ছাত্র-ছাত্রীদের সৃজনশীল ভাবনা থেকে লেখা দেয়াল পত্রিকার বিষয়াবলীর মধ্যে ছিল- ‘পাচার’ মানব না মানবাধিকার?, আমাকে সাজিয়ে দাও-আমি পৃথিবী সাজাবো, আমাদের মানচিত্র আমাদের অহংকার, মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা, আমাদের ডিয়াবড়ি ক্যাম্পাস, বিধ্বস্ত নেপাল ইত্যাদি। উদ্ধোধন শেষে অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম প্রতিটি দেয়ালিকা ঘুরে দেখেন এবং হাতে লেখা পত্রিকার বিষয়াদি নিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন। এসময় ছাত্র-ছাত্রীরা তাদের উপস্থাপিত দেয়াল পত্রিকার নানা বিষয়াদি নিয়ে নিজস্ব ভাবনার কথা তুলে ধরেন। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও মাসব্যাপি আয়োজন শেষে ঘোষণা করা হবে সেরা দেয়ালিকা – ২০১৫।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top