সকল মেনু

সৈয়দপুর হাতিখানা কবরস্থান নিয়ে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ

unnamed  মো. আমিরুজ্জামান, নীলফামারী  ০৪ জুন: নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত হাতিখানা কবরস্থান কমিটির অনিয়ম ও দুর্নীতির কারণে মরেও শান্তি পাচ্ছেন না মৃত ব্যক্তিসহ তার পরিবার। কবরস্থান কমিটির এক নেতা গরীব-ধনী সব পরিবারের কাছ থেকে কবরস্থানে কবর দেওয়ার জন্য অতিরিক্ত টাকা আদায় করছেন বলে একাধিক মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়। অনিযম ও দুর্নীতির কারণেই দীর্ঘদিনেও কবরস্থান উন্নয়নে কোন কাজ হয়নি বলে একই অভিযোগে প্রকাশ।
পুরাতন ও ঐতিহ্যবাহী সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থান। এটি রক্ষণাবেক্ষনের জন্য একটি কমিটি গঠন করা হয়। কবরস্থানে কবর দেয়া, পরিস্কার-পরিচ্ছন্নতা, লাইটিং ব্যবস্থার পাশাপাশি কবরস্থান থেকে যা আয় হবে তা দিয়ে উন্নয়নের লক্ষ্যেই ওই কমিটি গঠন করা। ধনী- গরীব যেই মারা যাক না কেন ওই কবরস্থানে কবর দিতে হলে পূর্বের ৩৫ টাকার বিপরীতে ১০০ টাকা জমা দিতে হবে। এছাড়া কবর খোড়া বাবদ ২০০ টাকা ও বাঁশ বাবদ আরও ২০০ টাকা দিতে হবে। মোট ৫০০ টাকার বিনিময়ে দাফন কাজ সম্পন্ন হওয়ার কথা। কিন্ত কমিটির এক নেতা ৫০০ টাকার বিপরীতে আদায় করে চলেছেন মোট ১২ থেকে ১৩শ’ টাকা। অথচ কমিটিতে জমা হচ্ছে মাত্র ১০০ টাকা। কবর দেয়ায় সারি বাদ দিয়ে পছন্দমত জায়গায় কবর দিতে চাইলে কমিটির ওই নেতা আরও ২ হাজার ১০০ টাকা আদায় করে চলেছেন। এছাড়া একটার পর একটা গাছ কমিটির অজান্তে গোপনে বিক্রি করে চলেছেন ওই নেতা। সারা কবরস্থানে লাইট দেয়ার কথা থাকলেও সেই টাকা চলে যাচ্ছে ওই নেতার পকেটে। ফলে পর্যাপ্ত আলোর অভাবে কবরস্থানটি চোর, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের আখড়ায় পরিণত হয়েছে। মোটা অংকের টাকা আদায়ের জন্য মৃতের মৃত্যুর তারিখ ও কবর দেয়ার তারিখ ভুল করে দিচ্ছেন।
প্রায় প্রতি মাসে শহরে গড়ে মৃত্যুবরণ করেন মোট ৩০ জন ব্যক্তি। যার বিপরীতে আদায় করা হচ্ছে ৩৬ হাজার টাকা। অথচ কমিটিতে জমা হচ্ছে মাত্র ৩ হাজার টাকা।  মোটা অংকের টাকা আদায় করে পকেটস্থ করার জন্যই ওই নেতা কমিটিতে একই পদে রয়েছেন দীর্ঘদিন থেকে।
এ ব্যাপারে কথা হয় কবরস্থান কমিটির ক্যাশিয়ার মো. আনিসের সাথে। তিনি বলেন, পূর্বে এ ধরনের দুর্নীতি হয়েছে সত্য। কিন্ত সদ্য তিনি কমিটিতে যোগদান করার পর কিছুটা হলেও দুর্নীতি কমেছে। আস্তে আস্তে সব দুর্নীতিই রোধ করবেন বলে তিনি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top