সকল মেনু

শপথ নিলেন পাকিস্তানের নবনির্বাচিত পার্লামেন্ট সদস্যরা

আর্ন্তজাতিক ডেস্ক: শপথ নিলেন পাকিস্তানের নবনির্বাচিত পার্লামেন্ট সদস্যরা। ছেষট্টি বছরের ইতিহাসে, এবারই প্রথম একটি নির্বাচিত সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের ঘটনা ঘটলো।
পার্লামেন্ট সদস্যদের শপথ পাঠ করান বিদায়ী স্পীকার ফাহমিদা মির্জা। মে মাসের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায়, সরকার গঠন করবে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ। এরই মধ্যে মন্ত্রিসভার সদস্য এবং পার্লামেন্টের স্পিকারের নাম চূড়ান্ত করেছে দলটি। প্রধানমন্ত্রীত্বের পাশাপাশি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বও নিচ্ছেন নওয়াজ । স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন চৌধুরি নিসার। পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন খাজা আসিফ। তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খানকে লাহোরে পরাজিত করে নির্বাচিত সরদার আয়াজ সাদিক হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী স্পিকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top