সকল মেনু

ইসলামী ব্যাংক বগুড়া জোনের মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা

বগুড়া অফিস :ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বগুড়া জোনের উদ্যোগে ১৮টি শাখার কর্মকর্তাদের নিয়ে ব্যাংকের জোনাল অফিসে আলহাজ্ব নাজির আহমেদ কনফাফারেন্স হলে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক দিনব্যপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান কার্যালয়ের শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান আব্দুস সাদেক ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার মহা-ব্যবস্থাপক মুহাম্মাদ নাজিমুদ্দীন। বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান মোঃ মোশাররফ হোসাইন, বাংলাদেশ ব্যাংক বগুড়ার উপমহাব্যাবস্থাপক মনোজ কান্তি বৈরাগী, ব্যাংকের প্রধান কার্যালয়ের কমপ্লায়ান্স ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রানা মোঃ রায়হান। উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া শাখা প্রধান মোঃ কায়সার আলী, বগুড়া জোনের ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহজাহান আলী, বড়গোলা শাখার অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মদ আনিসুর রহমান, বগুড়া জোনের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আইয়ুব আলী, মুহাম্মদ খাযরুল আমিন, মোঃ ফেরদৌস জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বগুড়া জোনের আওতায় ১৮টি শাখার শতাধিক কর্মকর্তা দিনব্যাপী এ কর্মশালায় অংশ গ্রহণ করেন।কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় জনাব মহাঃ নাজিমুদ্দীন মানি লন্ডারিং প্রতিরোধে উপস্থিত ব্যাংক কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক আরও সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top