সকল মেনু

চাঁদপুরে যাত্রীবাহি লঞ্চে আগুন, তিনটি কেবিন ক্ষতিগ্রস্থ

9নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: সোমবার সকালে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এম ভি তুতুল লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে ওই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নি। দুর্ঘটনার শিকার লঞ্চটিকে দুপুর পৌনে একটার দিকে চাঁদপুর ফিরিয়ে আনা হয়েছে। ক্ষতিগ্রস্থ লঞ্চের যাত্রীদের এম ভি বোগদাদিয়া নামের অন্য আরেকটি লঞ্চের সাহায্যে ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হয়েছে। চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, সকাল ১০ টার দিকে লঞ্চটি যাত্রী নিয়ে চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে লঞ্চের তৃতীয় তলার ১৩ নম্বর কেবিনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরো দু’টি কেবিনে ছড়িয়ে পড়ে। লঞ্চ চালক লঞ্চটিকে চর লগ্নীমারা নামের একটি চরে ঠেকিয়ে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। প্রায় ১৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ১৩ নম্বও কেবিনটি আগুনে পুরো পুড়ে গেছে। বাকি দু’টির ৫০ থেকে ৭০ ভাগ ক্ষতিগ্রস্থ হয়েছে।  লঞ্চে আগুন লাগার ঘটনায় যাত্রীদেও মধ্যে আতংক ছড়িয়ে পড়ে এবং অনেকে ভয়ে লঞ্চ থেকে লাফিয়ে চরে নেমে যায়। পুলিশ দাবি করেছে, ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে খবর পেয়ে চাঁদপুর থেকে দমকল বাহিনী, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা যাত্রীদের উদ্ধার করে আরেকটি লঞ্চের সাহায্যে ঢাকায় পাঠিয়ে দেয়। পরে ক্ষতিগ্রস্থ লঞ্চটিকে চাঁদপুর ঘাটে ফিরিয়ে আনা হয়। লঞ্চের স্টাফরা জানিয়েছে, সর্ট সার্কিট হয়ে এসিতে আগুন লেগে গিয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top