সকল মেনু

নারীদের ঘরে আবদ্ধ করতে চায় একটি অপশক্তি–বীরেণ শিকদার

 unnamedযশোর প্রতিনিধি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার বলেছেন, নারীরাই আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। নারীরা আজ ঘরে-বাইরে সমান তালে কাজ করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অথচ এই নারীকেই ঘরে আবদ্ধ করতে একটি অপশক্তি সব সময় কাজ করে যাচ্ছে। তারা এখনও সক্রিয় রয়েছে। ওই শক্তির বিরুদ্ধে নারীদের ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার আহবান জানান মন্ত্রী। মন্ত্রী আজ শুক্রবার সন্ধ্যায় যশোর সার্কিট হাউজ পাড়ায় নকশিকাঁথা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আলোর পথে মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভানেত্রী শাহারিয়ার সিদ্দিকী পল্লবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ যুব উন্নয়নের কর্মকর্তারা। এছাড়া প্রশিক্ষণার্থীরা অংশ নেন। পরে প্রশিক্ষার্থীদের সাথে কথা বলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top