সকল মেনু

দুর্গাপুরে আর্ন্তজাতিক স্বাস্থ্যকর মাসিক ব্যাবস্থাপনা দিবস পালন

unnamed দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংন্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)র ইউনাইট ফর বডি রাইটস প্রকল্পের আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের কিশোরী ও তাদের অভিভাবকদের অংশগ্রহনে আর্ন্তজাতিক স্বাস্থ্যকর মাসিক ব্যাবস্থাপনা দিবস পালন করা হয় শুক্রবার। ডিএসকের হলরুমে,”ভেঙ্গে ফেলো নীরবতা, পৌছে দাও সঠিক বার্তা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রকল্প ব্যাবস্থাপক আঃ রব পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন,উপঝেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল পারভেজ,বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,প্রেসক্লাব সভাপতি মোহন মিয়া, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল,নিতাই সাহা,ডিএসকের ট্রেনিং এন্ড এডভোকেসী অফিসার ধ্র“ব সরকার,কাউন্সিলর মরিয়ম বেগম,ইযুথ অর্গানাইজার অদিতি সরকার সিথীঁ, প্রসেনজিৎ দাস প্রমুখ। উল্লেখ্য সভার শুরুতে স্বাস্থ্যকর মাসিক ব্যাবস্থাপনার উপর ধারনাপত্র পাঠ করেন প্রকল্প ব্যাবস্থাপক আঃ রব পাটোয়ারী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top