সকল মেনু

কুড়িগ্রামে নারী কৃষকদের হাট-বাজারে নারী কর্ণার প্রতিষ্ঠার সিদ্ধান্ত

 unnamedডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: ‘খাদ্য নিরাপত্তায় নারী কৃষকদের অধিকার সংরক্ষণে জাতীয় প্রচারাভিযান’ এর অংশ হিসেবে কুড়িগ্রামে গ্রাম হাট বাজারে নারী কর্ণার প্রতিষ্ঠায় সমাবেশ অনুষ্ঠিত। জেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর ফেডারেশনের হলরুমে অক্সফাম এর অর্থায়নে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা জীবিকা-কুড়িগ্রাম এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর, ও জেলা কৃষক নেটওয়ার্ক ফোরামের সভাপতি  আব্দুল জব্বার। এছাড়াও খাদ্য নিরাপত্তায় নারী কৃষকদের অধিকার সংরক্ষণে জাতীয় প্রচারাভিযান’ –  দ্বিতীয় ধাপ এর নারী কৃষক ফোরামের নারী কৃষকগণ ও যাত্রাপুর হাট-বাজার কমিটি অন্যান্য সদস্যবৃন্দ। নারী কৃষকের প্রবেশাধিকার বৃদ্ধির জন্য যাত্রাপুর ইউনিয়নের  গ্রাম পর্যায় হাট-বাজারে নারী কর্ণার প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top