সকল মেনু

দুর্গাপুরে সেচ্ছাশ্রমের মাধ্যমে বেড়ি বাঁধ নির্মান

unnamed বিজন কৃষ্ণ রায়,দুর্গাপুর(নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে সুমেশ্বরী বেড়ীবাঁধ সংরক্ষন কমিটির আয়োজিত ,দুর্গাপুর-বিরিশিরি  ব্রীজ এর পশ্চিম পাড়ের দক্ষিন অংশের গত বন্যায় গোড়াইত-কানিয়াইল পর্যন্ত ক্ষতিগ্রস্থ বেড়ীবাঁধটি এলাকার শত শত বাঙ্গালী ও আদিবাসী নারী পুরুষ সমন্বয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করা হয় বুধবার।সংরক্ষন কমিটির সভাপতি ওয়ার্ল্ড ভিশন দুর্গাপুর এডিপি ম্যানেজার ডেভিট অনুপ সাংমার নেতৃত্বে এলাকার শত শত বাঙ্গালী,আদিবাসী নারী পুরুষ ও দুর্গাপুর প্রেসক্লাব সহ রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এর অংশগ্রহনে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার কাজটি শুরু হলে এর সাথে একাত্মতা ঘোষনা করে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস,উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান,পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, উপাধাক্ষ রেমন্ড আরেং, প্রকৌশলী মোঃ নওশাদ আলম। সংরক্ষন কমিটির সহ সভাপতি জন ক্রস ওয়েল খকসী সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী রনজিত দেবনাথ,সদস্য ওয়াই ডব্লিউ সি এর সাধারন সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা এলাকার বিত্তবান ব্যাক্তিবর্গের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন। এই বেড়ি বাঁধের কাজ আগামী শুক্রবার পর্যন্ত চালিয়ে যাবেন বলে সংরক্ষন কমিটির নেতৃবৃন্দ জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top