সকল মেনু

বিরলের বড় মোহনপুর গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত

unnamed স্টাফ রিপোর্টার: দিনাজপুর জেলার বিরল উপজেলায় মাঠ দিবস পালন করা হয়েছে। এসিআই ক্রপ কেয়ার এর আয়োজনে মঙ্গলপুরের বড় মোহনপুর গ্রামে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আক্তারুজ্জামান তালুকদার। আলহাজ্ব ইউসুফ আলীর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এই কৃতিত্ব বিশেষ কোন বিভাগের বা কোন কোম্পানীর নয়, এই কৃতিত্ব দাবীদার একমাত্র আমাদের দেশের কৃষকরা। তিনি আরো বলেন, শুধু ভাল বীজ, সার ও উন্নতমানের কীটনাশক ব্যবহার করলে ফসল ভাল হয় না, তার জন্য ব্যবহার করতে হয় আধুনিক প্রযুক্তি ও সঠিক সময়ে প্রয়োগ। তবেই কৃষকরা কাঙ্খিত ফসল পাবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসিআই ক্রপ কেয়ার দিনাজপুর রিজিওনের সেলস ম্যানেজার গোলাম রসুল মেহেদী, এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির শেখ। সিনিয়র টেরিটরি অফিসার তানজিরুল ইসলাম ও সোহেল রানাসহ অন্যান্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top