সকল মেনু

পুলিশ সদস্য মন্ত্রীর জুতার ফিতা বাঁধলেন !

IndianPolice1432633510  আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিকল্পনা ও বাস্তবায়ন মন্ত্রী রাচপাল সিং এক পুলিশ সদস্যকে দিয়ে জুতার ফিতা বাঁধিয়ে নিলেন। এই পুলিশ সদস্য রাচপালের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন।

বিষয়টি নিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতজুড়েই বিতর্কের সৃষ্টি হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে সোমবার বিখ্যাত ভাস্কর রামকিঙ্ককর বেইজের জনবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন রাচপাল সিং। জুতা খুলে রামকিঙ্ককরকে প্রণাম জানান তিনি। কিন্তু বের হয়ে আসার সময় জুতার ফিতা বাঁধতে আর কষ্ট করে ঝুকতে হয়নি তার। দেহরক্ষীই বসে পড়েন তার পায়ের কাছে। বেঁধে দেন তার জুতার ফিতা।

বিষয়টি ধরা পড়ে টেলিভিশন ক্যামেরায়। তা সম্প্রচারেও এসেছে। ফলে প্রশ্ন উঠেছে, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে এখনো কি দাসত্ব চলছে? স্বাধীনতার ৬৭ বছর পরেও কি ‘তোয়াজি’ ব্যবস্থা চলতে থাকবে?

রাচপাল সিং পুলিশের প্রাক্তন কর্মকর্তা ছিলেন। কংগ্রেসের টিকিট নিয়ে নির্বাচন করে বিজয় অর্জনের পরে হয়েছেন মন্ত্রী।

অবশ্য এ ধরনের ঘটনা ভারতে এই প্রথম নয়। এর আগে পুলিশের এক ডিআইজি এমন ঘটনা ঘটিয়েছিলেন।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top