সকল মেনু

ছাত্রীকে ধর্ষনের চেষ্টা;অভিযুক্তকে বাচাতে মরিয়া প্রভাবশালী মহল

images লিটু কিদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বোয়ালমারী উপজেলার কেরশাইল গ্রামে ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রী ধর্ষন চেষ্টার শিকার হয়েছে। হতদারিদ্র পরিবারের এই কিশোরী ধর্ষন চেষ্টার বিচার না হলেও অবস্থা সম্পন্ন পরিবারের ধর্ষন চেষ্টাকারী কে বাচাতে মরিয়া এলাকার একটি প্রভাবশালী মহল। তারা অপরাধীর বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে উল্টো ভূক্তভোগীর পরিবারকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে বলে জানা গেছে। যানাযায় উক্তগ্রামের অবস্থা সম্পন্ন ব্যাক্তি তোফাজ্জেল শেখের বখাটে পুত্র জিলাল শেখ (২০) বিভিন্ন প্রোলভনের ফাদে ফেলে একই গ্রামের দরিদ্র দিনমজুর মোঃ সায়েম শেখের মেয়ে, ৬ষ্ঠ শ্রেনীতে, পড়য়া সন্দরী মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই সূত্র ধরে গত ২৩ মে বিকালে লম্পট জিলাল শেখ ফুসলিয়ে কিশোরীকে স্থানীয় একটি পাট ক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় আশ পাশে কর্মরত দিনমজুর ও কৃষকরা ঐ কিশোর কিশেরীকে আটক করে এবং মেয়েটিকে তার অভিভাবকদের হাতে তুলে  দিলেও বখাটে কিশোরের অভিভাবকদের না পাওয়া তাকে কিছুক্ষন আটকে রেখে ছেড়ে দেয়। এ ঘটনায় ঐ দিন রাতেই গ্রামে শালিস বৈঠক বসলেও গ্রাম্য প্রভাব শালী কিছু মাতুব্বরের পরামর্শে তাতে অনুপস্থিত থাকে অভিযুক্তের পরিবার। পাশা পাশা ঐ রাতেই তারা তাদের ছেলেকে আটক রেখে নির্যাতন করা হচ্ছে মর্মে একটি মিথ্যা অভিযোগ এনে থানায় দরখাস্ত প্রদান করে মেয়েটির পরিবারের বিরুদ্ধে। অপরদিকে ভূক্ত ভোগী পরিবারটি ধর্ষন চেষ্টার ঘটনায় পরের দিন সকালে থানায় অভিযোগ দেওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিলে পতিমধ্যে কতিপয় ব্যাক্তি তাদের বাধা প্রদান করে এবং হুমকী ধমকী ও ভয় ভীতি দেখিয়ে ফেরত পাঠিয়ে দেয়। বর্তমানে চরম নিরাপত্তা হীনতা ও হতাশার মধ্যে দিনাতিপাত করছে ভূক্ত ভোগী পারিবারটি। অভিযুক্তকে রক্ষায় একটি প্রভাবশালী মহলের মরিয়া হয়ে উঠা এবং ঘটনা ধামা চাপা দিতে তাদের নানা কলা কৌশলে সাধারন এলাকাবাসী যেমন হতবাক হয়েছে তেমনি অনিশ্চিত হয়ে পড়েছে ধর্ষন চেষ্টায় সুবিচার প্রাপ্তি। এ  ঘটনাপাকে কেন্দ্রকরে বর্তামানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউ পি সদস্য মোঃ ইসমাইল হোসেন বলেন বিষটি সুরাহার জন্য শালিস ডেকেছিলাম। কিন্তু বিবাদী পক্ষ তাতে উপস্থিত না হয়ে ভিন্ন কৌশলের আশ্রয় নিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top