সকল মেনু

সাংবাদিকরা নিজেদের রক্ষার কথা বলেন না.. প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

unnamed মো. আমিরুজ্জামান, নীলফামারী  ২৫ মে: সাংবাদিকরা সবার কথা লিখেন, কিন্ত নিজেদের রক্ষার কথা বলেন না। সাংবাদিকদের ঠিকানা থাকলে হলুদ সাংবাদিকতা থাকবেনা। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ গতকাল রবিবার নীলফামারীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। নীলফামারী সার্কিট হাউজে অতিরিক্ত জেল ম্যাজিস্ট্রেট লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব শ্যমাল চন্দ্র কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন। বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ আরো বলেন, আপনারা (সাংবাদিকরা) আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে এক সাথে যদি কাজ না করি তা হলে ভাল কিছু করা সম্ভব নয়। তিনি আরো বলেন, সাংবাদিকরা রাস্ট্রের একটি অঙ্গ তাদের উপেক্ষা করে উন্নয়ন সম্ভব নয়। মতবিনিময় সমভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top