সকল মেনু

লতিফ সিদ্দিকীর জামিন নাকচ

আব্দুল-লতিফ-সিদ্দিকী আদালত প্রতিবেদক: হজ্জ ও তাবলিগ জামায়াত নিয়ে ‘কটূক্তির’ পৃথক সাত মামলায় কারাবন্দি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। এর আগে এই সাত মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত লতিফ সিদ্দিকীর জামিন নাকচ করে। লতিফ সিদ্দিকীর পক্ষে জামিন শুনানী করেন আইজীবী মোশাররফ হোসেন কাজল। এর আগে গত ২৫ নভেম্বর রজাধানীর ধানমন্ডি থানার পুলিশ লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে। পরে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার নথি সুত্রে জানাগেছে, গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে টাঙ্গাইলবাসীর সঙ্গে মতবিনিময় করেন লতিফ সিদ্দিকী। ওই মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করলো এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে? তারা তো ছিল ডাকাত। তখন সে একটা ব্যবস্থা করলো যে আমার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে। এর মধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে। আমি হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী, জামায়াতে ইসলামীরও বিরোধী, তবে তার চেয়েও বেশি বিরোধী হজ ও তাবলিগ জামাতের। হজের জন্য ২০ লাখ লোক সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। তাবলিগ জামাত প্রতিবছর ২০ লাখ লোক জমায়েত করে। নিজেদেরতো কোনো কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়।’ লতিফ সিদ্দিকীর ওই বক্তব্য পৃথিবীর কোটি কোটি ইসলাম ধমের্র অনুসারী ব্যক্তিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top